• Khan Dighi Ml T High School - Slide
  • Khan Dighi Ml T High School - Slide
  • Khan Dighi Ml T High School - Slide
  • Khan Dighi Ml T High School - Slide
  • Khan Dighi Ml T High School - Slide
MD SHAKAWAT HOSSEN SHEBLEE, President

মোঃ শাখাওয়াত হোসেন শিবলী

সভাপতি

চট্টগ্রাম জেলাধীন চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ খানদীঘি বহুমূূখী উচ্চ বিদ্যালয়। ১৯৬৯ সালে অপেক্ষাকৃত অনুন্নত ও অনগ্রসর পূর্ব সাতবাড়িয়া এলাকার সুশিক্ষা প্রসারের চ্যালেঞ্জ নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন আমার মরহুম শ্রদ্ধেয় পিতা চন্দনাইশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আজীবন শিক্ষাব্রতী জনাব আবদুল ওয়াহেদ মাস্টার। পার্শ্ববর্তী পূর্ব সাতবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি তিনি একই লক্ষ্যে প্রতিষ্ঠা করেন। একজন স্কুল শিক্ষক হয়েও তিনি যে দেশপ্রেম ও সমাজ কর্মে উদাহরণ সৃষ্টি করে গেছেন তারই ধারাবাহিকতায় আমরা তাঁর অমর সৃষ্টি খানদীঘি বহুমূখী উচ্চ বিদ্যালয়টি এতদ্বঞ্চলের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ইতিমধ্যে সক্ষম হয়েছি।
অত্র বিদ্যালয়টি শুধুমাত্র পুথিগত শিক্ষা নয় নৈতিকতা ও আর্দশের মহান শিক্ষাও দেওয়া হয় এখানে। পরিচালনা পর্ষদ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীসহ এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এস.এস.সি পরীক্ষায় পর পর কয়েক বছর চন্দনাইশে শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হওয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। এ বছর চন্দনাইশ উপজেলায় এস.এস.সি. পরীক্ষায় সম্মিলিত ভাবে চতুর্থ স্থান অধিকার করেছি।
এ বিদ্যালয় সাংস্কৃতিক, ক্রীড়াসহ বিভিন্ন শিক্ষা সহায়ক কর্মকান্ডেও সফলতা অব্যাহত রেখেছে। আমরা  বর্তমান পরিচালনা পরিষদ আন্তরিকভাবে চেষ্টা করছি যাতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মহোদয়ের আজীবনের স্বপ্ন বিদ্যালয়টিকে দক্ষিণ চট্টগ্রামের শ্রেষ্ঠ ও আর্দশ শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তর করতে পারি। আর এই লক্ষ্য বাস্তবায়নে আমরা সকলের আন্তরিক সহযোগিতা ও প্রয়োজনীয় পরামর্শ প্রত্যাশা করছি।
সম্প্রতি বিদ্যালয়ের সুখ্যাতি প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে, শিক্ষার্থীদের মনোরম পরিবেশে পাঠদান সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা ইতিমধ্যে বিদ্যালয়ের নিজস্ব তহবিল ও দানশীল শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক সহযোগিতায় বিদ্যালয়ের পশ্চিম পাশের্^ ফ্যাসিলিটিস একতলা ভবনের উপর দোতলা, আলাদা নামাজ কক্ষ নির্মাণ কাজ সম্পন্ন করেছি। আরো কিছু ছোট বড় সমস্যা বিদ্যমান যা ইনশাআল্লাহ বরাবরের মত আপনাদের সহায়তায় ও পরামর্শে সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এ বিদ্যালয় প্রতিষ্টায় আমার মরহুম পিতাকে যারা বিভিন্নভাবে সহযোগিতা, পরামর্শ, সাহস ও উৎসাহ যুগিয়েছে আমি তাঁদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। বিদ্যালয়ে বর্তমান অগ্রগতিতে যারা আর্থিক, মানসিক সহযোগিতা দিয়েছেন তাঁদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমার বিশ্বাস এলাকাবাসীর সহযোগিতা, পরিচালনা পর্ষদের সুদৃঢ় চ্যালেঞ্জিং পথচলা ও শিক্ষকমন্ডলীদের ঐকান্তিক প্রচেষ্টা এই বিদ্যালয়ের ধারাবাহিক অগ্রগতিকে আরোও এগিয়ে নিয়ে যাবে। ইনশাআল্লাহ।